create account

একটি অপমৃত্যু এবং আমাদের মানবিকতার প্রশ্ন???.... by ahconics

View this thread on: hive.blogpeakd.comecency.com
· @ahconics · (edited)
$0.02
একটি অপমৃত্যু এবং আমাদের মানবিকতার প্রশ্ন???....
**"তোমরা আমার মাকে ফিরিয়ে দাও"**   

"তোমরা আমার মাকে ফিরিয়ে দাও" শিরোনাম কেমন জানি বেমানান লাগছে তাই না!! হা, ঠিকই বলছেনঃ কিন্তু বেমানান হলে ও এটাই সত্যি, মনে আছে ছোট্ট তুবার কথা, হয়তো বা ভুলে গেছেন, ভুলে যাওয়ার ই কথা, কারণ আমরা বাংগালী অতীতকে মনে রাখি না, ভুলে যাই একদিন আগের কথাই। আর এ তো আর ও  এক বছর আগের কথা-২৩ শে জুলাই ২০১৩ ইং সকাল ১০ টা কিংবা ১১টায় বাংলার মাটিতে নেমে আসে এক অমাবশ্যার ঘন অন্ধকার। ঢাকায় উত্তর-পুর্ব বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন এক নির্মম ইতিহাসের সাক্ষী।

![image-203900-1564226136.jpg](https://images.hive.blog/DQmNudW2Rat5U5aS21uPxZn1hXFfYaocqtMWBLvifkaHQ2s/image-203900-1564226136.jpg)


তাসলিমা বেগম রেনু এক মধ্যবর্তী পরিবারের   মধ্য বয়সি মহিলা। ২৩ শে জুলাই ২০১৯ ইং সকালে মেয়েকে  মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। 
একটি কথা বলে রাখা ভালো যে সে সময় সারা দেশ ব্যাপী ছেলে ধরা গুজব চলছিল। 

রেনু যখন স্কুলে যায় এবং তখন সে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন কারণ বিবাহের পর স্বামীর সাথে বিচ্ছেদ এবং বেকার সময় পার করছিলেন। অন্যদিকে একমাত্র মেয়েকে দুরে রাখার কারণে তিনি আরও বেশি বিমুর্ষ হয়ে পড়েন। তিনি  যখন স্কুলের কাছে যান ওই  স্কুলের সামনে বখাটে ছেলে ছিল। 

![cb98eb1d1f79b314078e0bff303b0de3.jpg](https://images.hive.blog/DQmadNcJCGJ1HFcf25ndpZ3ugGDvKNkshRUG8inxW5rth7J/cb98eb1d1f79b314078e0bff303b0de3.jpg)


কিছু বুঝে ওঠার আগেই তারা ছেলে ধরা বলে রেনুকে মারতে শুরু করে এবং রেনু তখন লাঠির আঘাতে মাটিতে  লুটিয়ে পড়ে এবং বলতে থাকে যে,সে ছেলে ধরা নয় এই কথা বলার পর পাষন্ড মানুষরুপি পশুগুলো তাকে ছাড় দেয় নি, তারা তাকে মারতেই থাকে এবং মাটিতে পড়ে গেলে পাষন্ডগুলো রেনুকে পা দিয়ে লাথি মারতে থাকে এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে যায় রেনুর মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই হায়নার দল তাকে ফেলে চলে যায়। 
আমরা মানুষেরা দিন দিন যেন পশুতে পরিনত হয়ে যাচ্ছি। মানবতা যেন আমাদের মাঝে আর নাই বললেই চলে। একটি জীবিত মানুষকে দিনে দুপুরে পিটিয়ে মেরে ফেলছে আর আমরা কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মোবাইল ফোনে ছবি তুলছি আর সেটাকে সবার আগে ফেইসবুক এ আপলোড দেওয়ায় জন্য প্রতিযোগিতা করছি। 


![a--20190722094551.jpg](https://images.hive.blog/DQmVKQu3omjGDBcJ2V5akrHnwAcyG9uneTAo7Nezz6npMTb/a--20190722094551.jpg)


আজ রেনু নেই কিন্তু তার ৪ বছরের মেয়ে তুবা বেচে আছে আর বয়ে বেডাচ্ছে মাকে হারানোর যন্ত্রণা। সেকি পারবে এই সমাজের মানুষগুলোকে ক্ষমা করতে, সেকি পারবে তার মাকে হারানোর যন্ত্রণা ভুলে থাকতে। সে যখন বলে যে **আমার মাকে তোমরা ফিরিয়ে দাও** তখন কি তোমাদের কষ্ট হয় না।  

![Untitled-41-5d34bfdd49ef3-5d34d632e3ef1.jpg](https://images.hive.blog/DQmagsspZuhn3m7r9xUrjQvYow3dhoTZDEnNoUsbVCfDjn1/Untitled-41-5d34bfdd49ef3-5d34d632e3ef1.jpg)


হয়ত কারো কষ্ট হয় আবার কার ও হয় না। জানি এই খুনের বিচার হবে না, যদি বিচার হতো তাহলে এমন ঘটনা একটার পর একটা ঘটতে পারতো না। 
যে দেশের সরকারের কোন জবাবদিহিতা নেই যে দেশে আইনের শাসন নেই সেই দেশে এমন ঘটনা ঘটতেই থাকবে। তারপরও আসুন আমরা একটু মানবিক হই। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি।               

এই ব্লগের প্রধান প্রধান শব্দ   সমুহঃ

@দেশপ্রেম
@মানবিকতা
@আইনের প্রয়োগ
@বিচার ব্যবস্থা 
@মানসিকতার অবক্ষয়
 Post created by ***@ahconics***
👍  , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
properties (23)
authorahconics
permlink4kf4dv
categoryhive-190212
json_metadata{"tags":["humanity","murder","dead","love","punishment"],"users":["ahconics"],"image":["https://images.hive.blog/DQmNudW2Rat5U5aS21uPxZn1hXFfYaocqtMWBLvifkaHQ2s/image-203900-1564226136.jpg","https://images.hive.blog/DQmadNcJCGJ1HFcf25ndpZ3ugGDvKNkshRUG8inxW5rth7J/cb98eb1d1f79b314078e0bff303b0de3.jpg","https://images.hive.blog/DQmVKQu3omjGDBcJ2V5akrHnwAcyG9uneTAo7Nezz6npMTb/a--20190722094551.jpg","https://images.hive.blog/DQmagsspZuhn3m7r9xUrjQvYow3dhoTZDEnNoUsbVCfDjn1/Untitled-41-5d34bfdd49ef3-5d34d632e3ef1.jpg"],"app":"hiveblog/0.1","format":"markdown"}
created2020-09-10 19:43:33
last_update2020-09-10 20:05:30
depth0
children0
last_payout2020-09-17 19:43:33
cashout_time1969-12-31 23:59:59
total_payout_value0.012 HBD
curator_payout_value0.011 HBD
pending_payout_value0.000 HBD
promoted0.000 HBD
body_length2,904
author_reputation-926,995,000,894
root_title"একটি অপমৃত্যু এবং আমাদের মানবিকতার প্রশ্ন???...."
beneficiaries[]
max_accepted_payout1,000,000.000 HBD
percent_hbd10,000
post_id99,558,617
net_rshares156,646,834,530
author_curate_reward""
vote details (29)