create account

হাসপাতাল আমাকে ছাড়ছে না। by ashikstd

View this thread on: hive.blogpeakd.comecency.com
· @ashikstd · (edited)
$31.50
হাসপাতাল আমাকে ছাড়ছে না।
<div class="text-justify">

#### <center>হাসপাতাল আমাকে ছাড়ছে না।</center>

---

![IMG_20210331_200600.jpg](https://files.peakd.com/file/peakd-hive/ashikstd/EogNE6fAMz7DDMaVPYnKYgDFYGwZ7sgqc86aEFkZjnXVZ4dn2LjtsKM1zL1uAPcfFde.jpg)

---

**I feel like asking myself, "Am I in a relationship with hospital".**

Why?

যদি জানতে চান কেন তাহলে সেই ক্ষেত্রে কয়েকটা গল্প জানতে হবে তো।

গল্প ০১ঃ
আমার প্রথম চাকুরি জীবন চলছিল তখন। চাকুরি নেওয়ার পর প্রথম রোজার ঈদে অনেক খুশি মনে ২টা কাপড় কিনে একটা আমার নানি কে আর অন্যটা মা কে গিফ্ট দিয়েছিলাম। ঈদ টা ভালোই কাটলো সব ঠিকঠাক।
ঈদের কিছুদিন পর নানার ভাতার টাকা আনার জন্য বরিশালে যাবো ঠিক করলাম। আগে কখনো এই কাজে যাওয়া হয় নাই তাই মনে হয় একটু বেশিই ইন্টারেস্টেড ছিলাম একটা দায়িত্ব পেয়ে। যাওয়ার দিন ঠিকঠাক হওয়ার পর একদিন অফিস থেকে আসার সময় গেলাম বাসের টিকেট কিনতে। ফোনে চার্জ শেষ হয়েছিল সেই অনেক আগেই। তো অফলাইনে থেকেই বাসের টিকেট কিনে বাসার দিকে গেলাম। প্ল্যান ছিল বাসায় গিয়ে রেডি হয়ে রওনা হবো। বাসায় গিয়ে দেখি নানি বাসায় নাই, জানতে পারলাম সে অসুস্থ তাই হাসপাতালে নিয়ে গিয়েছে আর আমাকে কল দিয়েছিল কিন্তু আমার ফোন তো চার্জ শেষ হয়ে বন্ধই ছিল। আমি ভাবলাম নরমাল কিছু, কারণ নানির শরীর টা সাধারণত খারাপই থাকতো বেশিরভাগ সময়। তবুও শিওর না হয়ে তো দুরে যাওয়া যায় না তাই আমি বরিশালে যাওয়ার প্রস্তুতি নিয়ে গেলাম হাসপাতালের দিকে। ভাবলাম যে যদি বড় কিছু না হয় তাহলে ওখান থেকে বরিশালে চলে যাবো। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম যে সমস্যা বড় ধরনের ই। আমার কানে এখনো নানির অসুস্থ শরীরে বলা সেই কথা টা বেজে উঠে, "ভাই, আইছো? আর যেতে পারলাম না তাকে রেখে। বাস কাউন্টার থেকে কল দিয়েছিল আর আমি বলে দিয়েছিলাম, "যাবো না"। সেদিন পরে জানতে পেরেছিলাম যে আমার নানি হার্ট অ্যাটাক করেছিল। হাসপাতালে থাকতে হলো বেশ কিছুদিন। বাসায়ও নিয়ে এসেছিলাম মোটামুটি সুস্থ হওয়ার পর। কিন্তু পরেও মাঝখানে কয়েকবার যেতে হয়েছে। হাসপাতালের বেডে বসে আমার পাগলি নানি টা আমার মাথা থেকে উকুন ও এনে দিয়েছিল। তো একদিন নানি বাসায় ছিল আর আমি ছিলাম অফিসে। পরে জানতে পারলাম নানির অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। মামা রা সবাই যারযার অফিসে ব্যাস্ত। আমিও মাঝখানে বারবর অফিস কামাই দিচ্ছি জিনিস টা কেমন যেন তাই আমি অফিসে লিখিত ছুটির আবেদন দিয়ে আসছিলাম ১৫ দিনের জন্য সাথে লেখা ছিল তার চেয়ে কম-বেশি দিনও লাগতে পারে। ইচ্ছা ছিল চাকুরির প্যারা বাদ দিয়ে নানি কে সময় দিব আর তাকে সুস্থ করে তুলবোই। নানি কে নিজ দায়িত্বে হাসপাতালে নিয়ে ভর্তি করালাম সেবার। ২দিন পর ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। নানি হাসপাতালে ছিল, আমি বাসা থেকে বের হয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম কারণ ওর সাথে অনেকদিন দেখা হয় না। নানির কষ্টের দিনগুলো কাছ থেকে দেখেছিলাম... মনের কিছু কথা শেয়ার করার জন্য দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমি যদি জানতাম ঐ শোক দিবস টা আমার জীবনে চীর স্মরণিয় হয়ে থাকবে তাহলে যেতাম না। তো ঐ দিন রাতে একটু দেরি করে গিয়েছিলাম হাসপাতালে। গিয়ে নানির কাছে কিছুক্ষণ থেকে তারপর নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে লিফ্ট থেতে নেমেই দেখি আমার এক মামা কান্নাকাটি করে ডাক্তার দের সাথে কথা বলতেছে। হ্যা, নানি ঐদিন চিরবিদায় নিল, ১৫ আগস্ট টা শুধু জাতীয় শোক দিবস থাকলো না আর। পার্সোনাল শোক দিবস হয়ে গেল। এটা ছিল হাসপাতালের সাথে আমার রিলেশনের ১নং গল্প।

গল্প ০২ঃ
আগের গল্পটার সাথে এই গল্পের মিল আছে। নানি কে কবর দিতে গিয়েছিলাম বরিশালে। তো আমার বাকি মামাদের সাথে আমার ঠিক যাচ্ছিল না তাই এক মামার সাথে সেদিন ই ঢাকায় ফিরলাম যেদিন কবর দিয়েছি নানি কে। আমার মা সহ অনেকেই রয়ে গেল। ঢাকায় আসার পারদিন ই খুব সম্ভবত, আমার আব্বু অসুস্থ হলো, তাকে নিয়ে হাসপাতালে যেতে হলো। আমার এখনো মনে পরে সেই রাতটার কথা যেই রাতে হাসপাতালের বারান্দায় বসে নানির কথা ভেবে কাদছিলাম আর আমার স্বার্থপর মা **তার মায়ের জন্য কষ্ট হয়** এই কথা বলে বরিশালে ভাইদের সাথে কার যেন বিয়ে খেয়ে পরে আসলো। ২/৩ দিন অনেক কষ্ট করে থাকতে হয়েছিল সেবার।

গল্পগুলো লিখতে গিয়ে কথাগুলো মনে পড়ে ভালো লাগছে না। আর লিখতে ইচ্ছা করছে না। আরেকদিন শেষ করি হাসপাতালের সাথে আমার সম্পর্কের গল্প টা?


<center>**"বিরতি | To Be Continued"**</center>

<center>**"Be Good, Think Good and Do Good"**</center>

<center>**["Stay Home, Stay Safe & Let's Beat Corona"](https://hive.blog/hive-148441/@ashikstd/stay-home-stay-safe-and-let-s-beat-corona).**</center>

---

</div>
👍  , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , and 107 others
properties (23)
authorashikstd
permlinkqquahm
categoryhive-190212
json_metadata{"app":"hiveblog/0.1","format":"markdown","tags":["writing","life","story","bdcommunity"],"links":["https://hive.blog/hive-148441/@ashikstd/stay-home-stay-safe-and-let-s-beat-corona"],"image":["https://files.peakd.com/file/peakd-hive/ashikstd/EogNE6fAMz7DDMaVPYnKYgDFYGwZ7sgqc86aEFkZjnXVZ4dn2LjtsKM1zL1uAPcfFde.jpg"]}
created2021-03-31 15:17:48
last_update2021-03-31 16:42:00
depth0
children0
last_payout2021-04-07 15:17:48
cashout_time1969-12-31 23:59:59
total_payout_value16.477 HBD
curator_payout_value15.018 HBD
pending_payout_value0.000 HBD
promoted0.000 HBD
body_length3,830
author_reputation401,731,716,732,174
root_title"হাসপাতাল আমাকে ছাড়ছে না।"
beneficiaries[]
max_accepted_payout1,000,000.000 HBD
percent_hbd10,000
post_id102,725,573
net_rshares29,955,992,865,413
author_curate_reward""
vote details (171)