সকাল থেকে বিদুৎ নেই,যার কারনে বাইরে বেরোলাম। বাসায় প্রচন্ড গরম। বাসার বইরে এসে দিখি মন মুগ্ধকর পরিবেশ। এতটা সুন্দর হবে আশা করেছিলাম না।   আমার বাসার সামনেই অনেক বড় ধানক্ষেত। আমি রাস্তার কাছে গিয়ে একটু বসলাম। বসতেই অনুভব করতে পারলাম যে দক্ষিণের কি সুন্দর বাতাস, মন ভরে যায়। আর ধানক্ষেত দেখলে তো চোখ জুড়িয়ে যায়। সেখানে বসে অনেকক্ষণ যাবৎ প্রকৃতির নিলা খেলা উপভোগ করলাম। বাসায় বসে হয়তো এগুলো দেখা সম্ভব হতো না। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি আর কোথাও দেখিনি। ধানক্ষেতে মাত্র নতুন ধান ছেড়েছে। বাতাসে এদিক-ওদিক হেলছে-দুলছে ধানের নতুন কড়ি। এগুলো দেখে আমি একটু ধানের কাছে গিয়ে কিছু ছবি তুললাম। তারপর আমি একটু উঠলাম। হিট একটু রাস্তা সামনের দিক যেতে ডান হাতে দেখি,একটি সূর্যমুখী ক্ষেত।যেখানে হয়তো কিছুদিন আগে ফুল। এখন অফ-সিজনে জন্য ফুলগুলো থেকে বীজ তৈরি করার জন্য রেখে দেয়া হয়েছে। আমি কাছে গিয়ে দেখলাম সূর্যমুখী গাছের গায়ে কেমন জানি কাটা কাটা। তাই দেখে আমি আর গাছে হাত দিলাম না। হয়তো কিছুদিন আগে আসলে ফুলগুলো আমিও দেখতে পেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আসা হয়নি। আর আমার জানা ছিল না যেখানে সূর্যমুখী গাছ আছে।  এগুলো হয়তো গ্রামগঞ্জে ছাড়া দেখা যায় না।  সব মিলিয়ে খুব সুন্দর একটি দুপুর উপভোগ করলাম। আসলে গ্রামে না থাকলে হয়তো এত সুন্দর পরিবেশ দেখাই যেত না। এত সুন্দর দক্ষীণের বাতাস এত সুন্দর ধানক্ষেত এত সুন্দর সূর্যমুখী বাগান। এগুলো হয়তো বিদ্যুৎ না গেলে দেখতেই পারতাম না। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রকৃতি উপভোগ করলাম আজকে।
author | fahim71 | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
permlink | raj1v1 | ||||||||||||
category | hive-190212 | ||||||||||||
json_metadata | {"app":"peakd/2022.04.5","format":"markdown","tags":["tree","sunflower","posh","palnet","life","neoxian","ocd","writing","blog"],"users":[],"image":["https://files.peakd.com/file/peakd-hive/fahim71/23xoueTWqyij6TYVNvKQ6tud6RQF15SEnbg4FjErbXrcEjYQkcwXGBqjwQmgebvrfiTuX.jpg","https://files.peakd.com/file/peakd-hive/fahim71/242rnj4LPBQCX95mP5ce5y51bCM45dXvZgMGe5rDFtLUBqC8rS6gBLCAHWikmgLQ6amgM.jpg","https://files.peakd.com/file/peakd-hive/fahim71/23t7gukXmxustTR732zDgHzGhXQrJTHu5u6jRACaP6W7um892pQpUyLcUWV6gyb7boz87.jpg","https://files.peakd.com/file/peakd-hive/fahim71/23vsNJuCoTREko1to22EbNbQHXDJhUHBuR1DYhcRo9bQrXVr22v6Lf4rWc71Y4MAcCekx.jpg"]} | ||||||||||||
created | 2022-04-18 08:49:54 | ||||||||||||
last_update | 2022-04-18 08:49:54 | ||||||||||||
depth | 0 | ||||||||||||
children | 0 | ||||||||||||
last_payout | 2022-04-25 08:49:54 | ||||||||||||
cashout_time | 1969-12-31 23:59:59 | ||||||||||||
total_payout_value | 0.000 HBD | ||||||||||||
curator_payout_value | 0.000 HBD | ||||||||||||
pending_payout_value | 0.000 HBD | ||||||||||||
promoted | 0.000 HBD | ||||||||||||
body_length | 1,955 | ||||||||||||
author_reputation | 2,433,651,915,093 | ||||||||||||
root_title | "দক্ষিণের বাতাস " | ||||||||||||
beneficiaries |
| ||||||||||||
max_accepted_payout | 1,000,000.000 HBD | ||||||||||||
percent_hbd | 10,000 | ||||||||||||
post_id | 112,398,780 | ||||||||||||
net_rshares | 901,202,919 | ||||||||||||
author_curate_reward | "" |
voter | weight | wgt% | rshares | pct | time |
---|---|---|---|---|---|
waivio.welcome | 0 | 544,851,378 | 1.07% | ||
waivio.com | 0 | 356,351,541 | 1.07% |