
<center>[img source](https://pixabay.com/illustrations/moon-star-sky-clouds-child-4450739/)</center>
<center><h2>স্বপ্ন ও বাস্তব</h2></center>
<center><h6>
স্বপ্ন ও বাস্তব আলাদা নয়-
এদের মাঝে গভীর সম্পর্ক বিদ্যমান,
আপাত দৃষ্টিতে এদের আলাদা মনে হলেও-
এদের মাঝে শুধু সময়ের ব্যবধান।
বাস্তবে তুমি বাস করছো বানিয়ে কুঁড়েঘর,
স্বপ্নে তুমি হতে পারো ভিনদেশী রাজকুমার।
বাস্তবে তোমার মিলছে না একমুঠো আহার,
স্বপ্নে তুমি গড়তে পারো সম্পদের পাহাড়।
বাস্তবে তুমি একজন পথের ভিখারী,
স্বপ্নে তোমার পেশা হতে পারে ডাক্তারি।
বাস্তবে তুমি একজন রিক্সার ড্রাইভার,
স্বপ্নে তোমার থাকতে পারে নিজস্ব হেলিকপ্টার।
যতই ভাবো নিজেকে তুচ্ছ ব্যক্তি-
স্বপ্ন দেখে যাও,
সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে-
কাজের হাত বাড়াও।
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে-
শত বাধা আসবেই,
বার বার চেষ্টা করতে থাকলে-
সেই স্বপ্ন বাস্তবায়িত হবেই।</h6></center>
<hr>
#### সারকথা: মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। একজন মানুষের কিছু না থাকলেও তার স্বপ্ন থাকতে পারে আকাশছোঁয়া। কিন্তু যে স্বপ্নকে মানুষ বাস্তবে রূপ দিতে পারেনা সে স্বপ্নের কোনো মূল্য নেই। তাই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। স্বপ্ন পূরণ করতে গেলে অনেক বাধা আসবে। কিন্তু হার না মেনে সে সকল বাধাকে অতিক্রম করতে হবে করতে। স্বপ্ন ও বাস্তব আমরা ভিন্ন দুইটা জিনিস মনে করি। কিন্তু আসলে তা নয়। স্বপ্ন দেখা থেকে শুরু করে স্বপ্ন পূরণ হওয়ার মাঝের সময়টুকুর ব্যবধান মাত্র।
