create account

সেফুদা একা কি হিপোক্রেট? নাকি আমরা সবাই? by techtip

View this thread on: hive.blogpeakd.comecency.com
· @techtip ·
সেফুদা একা কি হিপোক্রেট? নাকি আমরা সবাই?
বলিউড + হলিউডের  এক জন অভিনেত্রী, 
৩৫ বছর বয়স, তিনি বিয়ে করেছেন, তার পাত্রের বয়স ২৫ বছর।  তারা ভালোবেসে বিয়ে করেছেন।  এতে তাদের নিজেদের কোন সমস্যা হয় নাই, তাদের ফ্যামিলির সমস্যা হয় নাই, এছাড়া ইন্ডিয়ারও সমস্যা হয় নাই, তাদের নিজেদের লাইফ,  তাদের নিজেদের ব্যাপার।
কিন্তু সমস্যা হয়েছে আমাদের।  বাংলাদেশীদের, 
যাহাদের  আইকন হচ্ছেন হিরো আলম, আর সেফাত উল্লাহ এর মত  জ্ঞানী গুনিরা।  

উনাদের প্রচন্ড সমস্যা হচ্ছে, ৩৫ বছর বয়সী মহিলা কেন ২৫ বছরের ছেলেকে বিয়ে করলেন?৷ 

এই দেশের  ২২/২৫ এ পা দেয়া মেয়েদের উনারা সান্তনা দিচ্ছেন, তোমাদের জামাই মনে হয় কেজি তে পড়ছেন।

যেহেতু আমরা লাইফলেস, ওয়ার্কলেস, এবিং ট্রল করা ছাড়া তেমন কোন হিন্দি চুল ছিড়তে পারি না, তাই উনাদের নিয়ে ট্রল করতে হবে। 

উনাদের দুই জনের ভালোবাসা চোখে পড়লো না, চোখে পড়লো বয়স। 
ইনারাই আবার নারীর ক্ষমতায়ন নিয়ে বড় বড় বুলি কপচান। 

আগে আমাদের টি শার্ট, ডিজাইনে থাকতো শে গেভারা এর ছবি, নজরুলের ছবি, রবিন্দ্রনাথ, বাংলা কবিতা, 

,
এখন থাকে সেফুদার ছবি, থাকে, গাঞ্জা খাস? ভালা আসোস? তুই ভাদাইম্মা, মাম্মা জোশ হইছে,  এই সব উদ্ভট টাইপের লেখা, ডিজাইন।  

একটি দেশের মানুষ যা চিন্তা করে,  সেগুলোই তাদের কাজ কর্মে প্রকাশ হয়, আমাদের মাথায় আগে ছিলো এল আর বি, জেমস,  শে গেভারা, ভ্যান গফ, ফ্রয়েড, 
আলেকজান্ডার দ্যুমা, বা নজরুলেরা, সুকান্তরা, জীবনানন্দ, এখন আছেন সেফুদা,  হিরো আলম, আর আছেন কিছু সেলিব্রেটি, যারা মেয়েদের ইন্টারভিউ নেন,
এবং প্রশ্ন করেন, হোয়াতস ইয়োর ফেভ্রিট ইনার অয়ার?

ইনারা আবার আইডল, এই টাইপ আইডল, এবং  সেফুদা টাইপ সমাজ সংস্কারক রা যে দেশে আছেন, 
হিরো আলম যে দেশের টপ সার্চড এক্টর, তাদের কাছ থেকে বলিউডের নায়িকা কাকে বিয়ে করলো, তার বয়স কম কিনা, সেটা নিয়ে ট্রল ছাড়া আর কি ই বা আশা করা যায়।
মদ খাবি মানুষ হবি জাদের জাতীয় ডায়লগ, তারা সেফুদাকেই বুকে ধারন করবেন, শে গেভারা কে নয়, 
লেলিন কেও নয়, 
ভাবতে পারেন, অশ্লীল গালি দেয়া একজন মাতাল এবং মানসিক রোগীকে আমরা গেঞ্জি, ডিজাইনে, ইউটিউবে, ফেমাস বানিয়ে দিয়েছি, 
এত টি আর পি এই দেশে আগে কেউ পেয়েছে??

এই তোহ সেদিন গনিত  অলিম্পিয়াডে গোল্ড মেডেল নিয়ে এলো বাংলাদেশের এক ছেলে, তার নাম জানেন কয়জন? বুকে ধারন করেন কয়জন?

এই দেশে নোবেল বিজয়ী ইউনুস আছেন,
পুলিতজার বিজয়ী পনির ভাই আছেন,
হাজার হাজার জ্ঞানী গুনি আছেন, 

তারা কেন দেশের প্রত্তেক টা কাজে নাক গলাচ্ছেন না, আমরা সেটা নিয়ে পিছু লাগি, তাদের ১৪ গুস্টি উদ্ধার করি, তাদের বুকে ধারন করি না, বুকে ধারন করি সেফুদা কে। 

আমরা ফেমাস বানিয়ে দেই একটা,  জাস্ট গান হিট হইলেই সে সেলেব,অথচ, এই দেশেই হাজার হাজার ভালো মানুষ, কাজ করে জাচ্ছে, খবর ও নেই না।

পাগল একা পাগল? নাকি পাগল বলে পিছে ঢিল ছোড়া মানুষ গুলো ও? 

আজিজ সুপার মার্কেটের গেঞ্জিগুলোও পাল্টাতে শুরু করছে!!
👍  
properties (23)
authortechtip
permlink-d8b226bbe9684
categorylifestyle
json_metadata{"tags":["lifestyle"],"app":"esteem/1.6.0","format":"markdown+html","community":"esteem"}
created2018-08-20 22:03:27
last_update2018-08-20 22:03:27
depth0
children1
last_payout2018-08-27 22:03:27
cashout_time1969-12-31 23:59:59
total_payout_value0.000 HBD
curator_payout_value0.000 HBD
pending_payout_value0.000 HBD
promoted0.000 HBD
body_length2,392
author_reputation749,058,343,139
root_title"সেফুদা একা কি হিপোক্রেট? নাকি আমরা সবাই?"
beneficiaries
0.
accountesteemapp
weight1,000
max_accepted_payout1,000,000.000 HBD
percent_hbd10,000
post_id68,847,676
net_rshares549,825,410
author_curate_reward""
vote details (1)
@techtip ·
nice post
properties (22)
authortechtip
permlinkre-techtip-2018821t43215967z
categorylifestyle
json_metadata{"tags":["lifestyle"],"app":"esteem/1.6.0","format":"markdown+html","community":"esteem"}
created2018-08-20 22:32:21
last_update2018-08-20 22:32:21
depth1
children0
last_payout2018-08-27 22:32:21
cashout_time1969-12-31 23:59:59
total_payout_value0.000 HBD
curator_payout_value0.000 HBD
pending_payout_value0.000 HBD
promoted0.000 HBD
body_length9
author_reputation749,058,343,139
root_title"সেফুদা একা কি হিপোক্রেট? নাকি আমরা সবাই?"
beneficiaries
0.
accountesteemapp
weight1,000
max_accepted_payout1,000,000.000 HBD
percent_hbd10,000
post_id68,849,558
net_rshares0